বাক্‌ ১১১ : অরবিন্দ বর্মন




একটি গ্রাম্য কবিতা

হওয়ার দিকেই
ঘন হচ্ছে আঙুল
উলটে যাওয়া শ্রম
এই ফেনা ফেনা দুপুর
এই ভাবছি তরল হয়ে যাচ্ছে
বালিকা মফস্ সল
                            এক পাখি আছে
                            দুই তুমি আছো
যেন বালিশ রঙের চোখে
বেজে উঠছে ফসলের অ্যালবাম
গুঁড়ো গুঁড়ো আমিষ
শালিখ শব্দের বিব্রত শ্যাডো
একটা পরিস্কার ছুঁয়ে থাকা সকাল
আর ঐ পলকা চোখের মেয়েতে
                              আমাদের গ্রাম ভেসে উঠছে



                                                                               (চিত্রঋণ : সৈফুদ্দীন আহমেদ)

14 comments:

  1. Enter your comment... vison valo laglo

    ReplyDelete
  2. দারুণ লিখছে ভাই। { শালিখ শব্দের বিব্রত শ্যাডো / একটা পরিষ্কার ছুঁয়ে থাকা সকাল / আর ঐ পলকা চোখের মেয়েতে / আমাদের গ্রাম ভেসে উঠছে। } এই যে মেয়েতে শব্দটি ব্যবহার হল। এখানেই অসাধারণ শব্দটি দিলাম।

    ReplyDelete
  3. আহা অরবিন্দ দা , "আর ঐ পলকা চোখের মেয়েতে/ আমাদের গ্রাম ভেসে উঠছে" কি লিখেছো গুরু।

    ReplyDelete
  4. অসামান্য...গ্রামনামা

    ReplyDelete
  5. বাহ।
    আর ঐ পলকা চোখের মেয়েতে
    আমাদের গ্রাম ভেসে উঠছে

    ReplyDelete
  6. ঐ পলকা চোখের মেয়েতে...দারুণ ভাই!♥

    ReplyDelete
  7. এই তো আমাদের গ্রাম। দারুণ অরবিন্দ।

    ReplyDelete
  8. লাইনের পর লাইনে ভাঙা ভাঙা ছবিগুলো আসছে এবং একটি বড় ছবির দিকে টেনে নিয়ে যাওয়া এই কবিতা।

    ReplyDelete
  9. Osadharon... Kono Kotha hobe na

    ReplyDelete
  10. খুব সুন্দর লাগলো

    ReplyDelete