বাক্‌ ১১১ : বিপ্লব রায়




কৃষ্ণ ছায়া 

আমাদের দিনগুলো পুব চাল বেয়ে ওঠে পশ্চিম চালে ঝুঁকে
পড়ে, লাউয়ের ত্বকে ধাক্কা খায়। যেখানে দিনের ধংসাবশেষ,
যা চেয়েছিলো আঞ্চলিক সন্ধ্যা,
তার সহকাছি ঝুপযুক্ত চুপমগ্নভাবে 
সাদা বাড়িটার দিকে
এগিয়ে আসছে গাছ থেকে ঝরে ঝরে নরমদায়ক কালো ছায়ামালা
চুপশব্দে মোমবাতিটি জ্বলছে এখনোও । তোমার পিঠের ওপর মৃদু
আলো পড়ছে। তুমি বুঝতে পারছো না
ঘুমরত তোমার গালমন্ডলের সাথে ছোঁয়াছুঁয়ির হালকা বাতাবরণ
 
মৌসুমী ফুলের রে
ণুয়াল জলবায়ুর ওপর ফেলে আসা ধানগাছের 
টগময় যৌবনকাল আষাঢ়ি
ধ্বসে ডুবু ডুবু। জলের অতলেও সে দেখা পেয়েছে 
ফুলের ওপর পতঙ্গের একটুখানি ছায়া
কোথায় যেন মিশে যায় আলতোরকম হেঁটে যাওয়া পিঁপড়ের খালি পায়ের আওয়াজ
 
আঁধারের সমাবেশে দীর্ঘ হচ্ছে রাত্রি। তার মুক্তির হাওয়া উড়ে চলেছে উড়ু উড়ু
 
রান্নাঘর থেকে ধোঁয়াগুলোকে টেনে টেনে তুলে নিচ্ছে
উপরের ভাসমান কোনো মেঘ বা কেউ



                                                          (চিত্রঋণ : Gul-Bakhar Ashimova)

6 comments:

  1. নিজস্বতার এক আবহে বলা; আগ্রহ টেনে ধরে। অভিনন্দন, বিপ্লব।

    ReplyDelete
  2. খালি পায়ে হেঁটে যাওয়া পিঁপড়ের আওয়াজ-- এই রকম আওয়াজ তোমার কবিতাতেই পাই ... আমি কারণ মুক্তির হাওয়া উড়ে চলছে, @ অভিষেক ঘোষ

    ReplyDelete