বাক্‌ ১১১ : বিনায়ক দত্ত




সঙ্গী-তে

স্ট্রেসচুষে নিলে
লটারিমোড়া বুলেট,
ফুলদানীটিকে আরো ল্যাদখোর বানিয়ে দেয়


পেতেই হয়, কোথায়, কখন
বাড়তি স্ট্রেস মানুষ ভোগে বেশি


সাড়ে নটা থেকে দশটা দশ
আমি বুলেটবিদ্ধ প্রতিদিন
শুরু করি যুদ্ধ ফুল ফুল ফুলের সাথে


কেউ ভাবে নেশা কাটাই
কেউ ভাবে বাজ মারি

আমার অনেক গান হয়ে উঠতে ইচ্ছে করে





ভেতরের কথা

অনেক জানালা- তোমার ঘরের- আমার ঘরের
ভেতরে দুজনে দুজনের হাত ধরে নিয়েছি

আর
একটা দরজা না হয়ে উঠতে পারা জানলায় মুখ বাড়িয়েছি

আমাদের কোন গোপন যন্ত্রণা নেই





খেলা

কাটাকুটি
চু- কিতকি






কি বিচিত্র এই সেক্স

শিকড়, সুড়সুড়ি
তবু অর্গ্যাজম পায় না

মাটি গাছকে দেয় না
কিছুই

গাছ পায়ে পড়ে যায়
গর্ভবতী গাছ



                                                                   (চিত্রঋণ : Graffiti Joker by lolwtferic)

6 comments:

  1. তোমার কলমে হরষে বরষে নবীন দেখা মেলে

    ReplyDelete
  2. 'ভেতরের কথা' বেশ লাগলো। আগ্রহ রইলো বিনায়ক দত্তের কবিতায়।

    ReplyDelete
  3. Besh Ekta hopping and stepping er swad pelam

    ReplyDelete
  4. জানতাম তুমি ফিরবে... ভেতরের কথা আপাতত , পাল্টাতেও পারে... আর ওই টা ওই ভাবে মজার। @ অভিষেক ঘোষ

    ReplyDelete