বাক্‌ ১১১ : পবন বর্মন




     সেটাই কবিতা

       চাল ডাল তরিতরকারি

                    বসিয়ে
       কোনো এক কবিতা বানাই,
               পাসওয়ার্ড দিই
            জীব জন্তুরের নম্বর,
              প্যাটার্ন লক মারি
                  ইংরেজি বর্ণ,
               সেটাই কবিতা!
                   কবিতায়
  সম্পাদকের সিগনেচার আসতেই
            দৌড়াতে দৌড়াতে
              উলঙ্গ হয়ে পড়ে;
          মুখ থেকে খসে পড়ে
             মাতোয়ারা বাষ্প!
            অনেক দূর পর্যন্ত
          কমেন্ট উপচে পড়ে!
                 সে কবিতা
            নদী পার হয়ে যায়।


                                                          (চিত্রঋণ : ভিনসেন্ট ভ্যান গঘ)

11 comments: