বাক্‌ ১১১ : শানু চৌধুরী




প্রদাহ

প্রদাহের কাছে রেখেছি কসমোপলিটান সিঁদুর
           তবে যা উড়ে যায় তাই শ্রেয়?
গন্ধগোকুল রাতের কাছে আসে
             মাছের হদিস-এ
আঁশটে গন্ধঘর বিপুল
            কীর্তন মেখে আছে আতপ গন্ধের সাথে



ঝর্না

হাতের ওপর আততায়ী ঝরনাটি
       শব্দহীন স্রোত সাথে না শোনার ভাণ
স্বাদু জলের কাছে বসে আছে হাসির পাহাড়
             আর দার্জিলিঙটুকু
দু' টুকরো ঠাণ্ডা পায়ে এসে পরলে
             নিজেকে অপটিক নার্ভ মনে হয়



ছাদ

বিপদজনক বাড়িটি
          সাইনবোর্ডের কাছে
১৩২ নারকেলডাঙা ষ্ট্রীট
               আমার বাবার দমবন্ধ পাড়া
সাবান কারখানার ফেনায় ধুয়ে যাওয়া
                             বাবার কৈশোর




শালিক

মিটার বক্সে  বসা শালিক
            সালিকের নকল
বদনাম হতে হতে ভাঙা প্যারাডক্স
     মুখে তুলে নিল পোকার সংসার

নোংরা  রচনা করলো
          বিপরীত  পরিস্কার




                                                                   (চিত্রঋণ : Pawel Kuczynki)

12 comments:

  1. অসাধারণ লিখেছেন। সব কটাই। বিশেষ করে " প্রদাহ " । শেষ দু'লাইন। মেরে দিয়েছেন পুরো।

    ReplyDelete
  2. শানু বলে একটা শালিক ছিল। তার শালিক টা আমার ভাল লাগল...। @অভিষেক ঘোষ

    ReplyDelete
  3. অল্প কথায় গভীর বলা আমার চিরকালের পছন্দ। বেশ লাগল।

    ReplyDelete
  4. প্রদাহের উপর এমন ঝর্ণাধারা ঝরুক । শালিকের আরো কথা শুনার ইচ্ছে রইলো ।

    ReplyDelete
  5. প্রতিটি লেখা মনে ধরে গেল!

    ReplyDelete
  6. শানুর কবিতা আগে খুব বেশি পড়িনি। বেশ ভালো লাগল। আপনার আরও কবিতার দিকে আমার আগ্রহ থাকবে। শুভকামনা রইল ভাই।

    ReplyDelete
  7. প্রতিটা লেখাই বরাবরের মতোন ভালো

    ReplyDelete
  8. chad osamanyo...prodaho sesh dui line darun

    ReplyDelete