বাক্‌ ১১১ : অর্কপ্রভ দাস




নিষিদ্ধতা নেই

যদি কোনোভাবে তোমার সাথে দেখা হয়,
হাওড়া কিম্বা কোন কবরখানায়, কবরখানার
কাছে গেলেই আমার সাইকেলের চেন খুলে
যায়, সেবার ক্রি থ্রি দেখতে গিয়ে যেরকম
হয়েছিল, তখন মেদিনীপুরের হল, নাইট শো, আর
ক্রিশের মতো জোরে সাইকেল চালাব ভাবছি,
আর কবরখানার সামনে সাইকেল
খারাপ, সেটার নাম নীলবাড়ি কবরস্থান।




সূর্যাস্ত ও ব্যবহারবিধি

বাক্য ভেঙে পাখি হচ্ছে আকাশ
অবিশ্বাস্য হাওয়াতে
দুপুরের মাখা ভাত, শুকনো হচ্ছে।
সেখানে পৌঁছলে শারিরীক, নাকি শারিরিক না শরীর।
দেওয়াল থেকে, আজন্ম চর্চিত গণি
নিচ্ছে এবং বদলে কবিতা ভরে দিচ্ছে,
প্রকারান্তরে, যেখানে শেষ হলে 
হলুদ সূর্যাস্ত ও ব্যবহারবিধি
নিয়মিত, নেশা নেশা
রং মুছে দিচ্ছে, পরিবর্তে কঙ্কালসার
সাদাকালো কিছু রেখা দিয়ে ভ রে দিচ্ছে।
মুক্ত মঞ্চে বার বার, ঘুরে আসছে।
তাদের চিৎকার, নাকি 'শী' হবে?
গাঢ় লাল রং, কালো দেখাচ্ছে
হলদে আগুনে।



                                                                   (চিত্রঋণ : D'Vatz “HUNTING”)

6 comments:

  1. সূর্যাস্ত, ভালো লাগলো

    ReplyDelete
  2. ভালো..আরেকটু ভাব..illustration টা বেশ লাগলো..

    ReplyDelete
  3. ধন্যবাদ শান্তনুদা

    ReplyDelete
  4. ভাবছি। ভাবা প্র‍্যাক্টিস করছি.. .অরিজিৎ দা

    ReplyDelete
  5. ekshoo chuyaliish dhara arko.......... chaliye jaooo@ avishek ghosh

    ReplyDelete
  6. আমার কিন্তু নিষিদ্ধতা নেই ভাল লাগল।

    ReplyDelete