বাক্‌ ১১১ : বিশ্বরূপ দে সরকার




বাকিটুকু

তোমাকে গম ধরে ময়ূর করেছি
কিন্তু একদিন দরজার দারুণ খুলে
দেখি সহজ প্রজাপতি
তুলে নেবো এরকম মুনমুন একা পেলে
নদনদীর চেয়েও প্রাণভরা ফলমূল
দুপুরের দারিদ্র্য টপকে
আমার পেঁপেগাছের ভাগ্য
এমন চুলের চমৎকার
রাশি রাশি কোমরের গন্ধ
পাখি ফুরোলে
গাছেদের ভেতর তুমিই বেগম



দূর থেকে

যদি ক্রিয়াটি প্রলুব্ধ হয়
পাখি নাড়বো
ফোঁটা ফোঁটা অমাবস্যা
ফুরিয়ে গেলে
যাওয়ার ভেতরে
চিরকাল পূর্ণ ভুগোল নিয়ে চাঁদ স্বচক্ষে দেখবে
বাড়ি ফিরছি তাই
প্রণামকে বাবা বলে টাঙিয়ে রয়েছেন
সম্পূর্ণ চন্দ্রবিন্দু এবং বার্মা কাঠের ঘুম দিয়ে বানানো
বাবা যেন মৃত্যুঞ্জয়
জাল, জেলে ও উল্টানো নৌকো টপকে
বাবা বলেছিলেন নির্জন হও
শালিকের শস্যদানা হয়ে বাঁচো


                                                                   (চিত্রঋণ : The Tree of Life, 1905 by Gustav Klimt)

8 comments:

  1. বাবা যেন মৃত্যুঞ্জয় / জাল, জেলে ও উলটানো নৌকো টপকে / বাবা বলেছিলেন নির্জন হও / শালিকের শস্যদানা হয়ে বাঁচো ...

    কি লিখেছেন বিশ্বরূপদা ! এটাকে ব্যাখ্যা দেওয়া আমার ক্ষমতার বাইরে ।

    যদি ক্রিয়াটি প্রলুব্ধ হয় / পাখি নাড়বো / ফোঁটা ফোঁটা অমাবস্যা/ ফুরিয়ে গেলে / যাওয়ার ভেতরে / চিরকাল পূর্ণ ভূগোল নিয়ে চাঁদ স্বচক্ষে দেখবে/ বাড়ি ফিরছি তাই / প্রণামকে বাবা বলে টাঙিয়ে রয়েছেন...

    অসাধারণ বিশ্বরূপদা ।

    ReplyDelete
  2. দারুণ শালিকের শস্যদানা

    ReplyDelete
  3. দুটিই ভাল লাগল তবে দূর থেকে অনেক বেশি ভাল লেগেছে।

    ReplyDelete
  4. তোমাকে গম ধরে ময়ূর করেছি, দুটি লেখাই ভালো।

    ReplyDelete
  5. ভালো লাগল বিশ্বরূপদা। বেশ ভালো।

    ReplyDelete
  6. বিশ্বরূপ দা দারুণ লাগল আমার

    ReplyDelete
  7. অসম্ভবের শস্যস্তুপ

    ReplyDelete