বাক্‌ ১১১ : অনিকেশ দাশগুপ্ত




অপচয়

সিঁদুরচিহ্নে নেমে গেলাম... ঘর পড়ে
সাঁকোর ওপারে... ভোর...

এখন নদীর তীক্ষ্ণতা... চাইলে
মিউট্ করে দেওয়া যায়

কাগজে কিশোরী আঙুল
ভাঁজ হচ্ছে... খুলে পড়ছে
         সিঁথি হচ্ছে না|

চেকপোস্ট জুড়ে যতদূর  
প্রবাসী ফল
কাঁটা-চামচ  গেঁথে  নিচ্ছে

                                                                   (চিত্রঋণ : bob coonts)

2 comments: