বাক্‌ ১১১ : বিপাসা গোল্ড




একটা পংক্তি দাও 


কিছুটা বুঝব বলে 
মাড়ের টোল পড়া উরুপথ 
আরও বেশি আতস আঙুল
মাঝে মাঝে ওপাশ ফেরার অছিলায় 
শোয়ার ট্যাক্স পেনসিল হয়ে ওঠে
সময়ের জিভ হঠাৎ সুমন ছেঁড়া হলে 
ঘুঁটে দেওয়ার সংজ্ঞায় 
আমিও একটু আধটু 
কুভাঁজ কলারের দায়ভার 
জানো, তোমার জন্য 
নতুন আঁচিল গেঁথেছে কেউ 
সাদামাটা মদন আলো 
সে তো তোমার সিঁড়িরই সাইরেন 
না হয় এবার তাকে একটা পংক্তি দাও!


                                                                                   (চিত্রঋণ : Pedro Ruiz, 1957)

3 comments:

  1. দারুণ। শুরুতেই মাড়ের টোল পড়া উরুপথ। তারপর পুরো লেখাটাই দারুণ।

    ReplyDelete
  2. ভালো লাগলো,কবি... লিখে যান আরো।

    ReplyDelete