বাক্‌ ১১১ : মানস ব্যানার্জি




দেশ

এখন শুধু তোমার কথাই বলবো আর জনগননা
কয়েকটি পাড়া জুড়ে একটি গ্রাম , কয়েকটি গ্রাম
জুড়ে একটি শহর কয়েকটি শহর জুড়ে একটি রাজ্য
আর কয়েকটি রাজ্য জুড়ে একটি দেশ ।

স্বাধীনতা পেয়েছিল
আর ক্রশিং-এ দাঁড়িয়ে থাকা শিশুটির মুখ !
কালো। ননসেন্স ।



ঝিরঝিরে বৃষ্টির মধ্যে কাঁটাতার
রবীন্দ্রনাথ, জাতীয়সঙ্গীত আর দ্বিধাগ্রস্ত
অন্ডকোষ ঝুলে আছে
এখন বসন্তকাল আর কিছুদিন পর
জঙ্গলময় পলাশের রঙ ধরেছে

                                                                             (চিত্রঋণ : Raghu Rai)

5 comments:

  1. "ঝিরঝিরে বৃষ্টির মধ্যে কাঁটাতার
    রবীন্দ্রনাথ, জাতীয়সঙ্গীত আর দ্বিধাগ্রস্ত
    অন্ডকোষ ঝুলে আছে" - এই জায়গাটুকু ভাল লাগল।

    ReplyDelete
  2. কাল ননসেন্স কথা টি খুবই striking.....@ aobhishek ghosh

    ReplyDelete
  3. ভালোলাগা, দুখণ্ডেই...

    ReplyDelete
  4. দেশ যে চোখে দেখলেন ও দেখালেন কবি তা ভালো লাগল। খুব সুন্দর !

    ReplyDelete
  5. Anabadyo..দ্বিতীয়টি দুর্দান্ত

    ReplyDelete