বাক্‌ ১১১ : পুনরাধুনিক কবিতা : প্রমিত পণ্ডিত




সেই সব ভাঙা ভাঙা দীর্ঘশ্বাসের পর


আকাশ হব এমন চন্দ্রাহত কোনো প্রেমিক-অনুভব নেই


রঙ ছেঁ ড়া ছেঁড়া সেই সব সম্পর্কপ্রভা,
দীর্ঘশ্বাসের অনার্স মর্মর…


নেক্সাস ও নেক্সিটোয়
পুড়ে যাচ্ছে পাখির মনোলগ


(চিত্রঋণ : dorota grecka)

2 comments:

  1. যদি আকাশটি শুধু চিলের বা শালিকের , বাঁধা পরে সীমার খাঁচায় , মেঘের স্বপ্নময়তা চেনা জায়গায় ঘুড়ে বেড়ায় , সে আকাশ তবে থাক মাটির সাথে মিশে l যেখানে সীমাছাড়া উড়ান , চেনা-অচেনা পাখীর , সুদূর নক্ষত্রের সংখ্যা গোণা বাতুলতা , সে আকাশ হয়ে যাই , যেখানে নিজেকে খুঁজে পাওয়ার অলীক কবিতা l

    ReplyDelete