বাক্‌ ১১১ : মিতা চার্বাক




মগ্নতা

ব্যালকনিতে ঝুলছে প্রতিবেশি বউটির পার্পেল ব্রেসিয়ার
রাতভর বৃষ্টিতে ভিজে ভিজে সব ঘ্রাণ হারিয়েছে

তাই বুঝি আমার জানালায় ভোররাতের বৃষ্টির মগ্নতায় ছিল ঘিয়ের ঘ্রাণ



পুরার্কীতি

মাটির গর্তে চাপা পড়া একটা নোনা শরীর
কঙ্কাল নয়,
দিনে দিনে একটা পুরার্কীতি হয়ে উঠছে



জলজ শব্দগুচ্ছ

কুয়োতলায় স্নানশব্দ শোনে জন্মান্ধ জন
এই সব জলপড়া,
ভেজা গামছায় পেচানো খোঁপার মগ্ন রমনীর ঘ্রাণ,
তার কাছে ঝুরঝুরে মাটিতে বীজের সংজ্ঞা


                                                                             (চিত্রঋণ : BK Mitra)

2 comments: