বাক্‌ ১১১ : প্রদীপ কুমার ঘোষ




কিছু অনুভবের ঠাপ



গোলাপফুলে ল্যুব-জেল। পাপড়িতে
অদ্ভুত এক পিচ্ছিল স্বাদ। আমার কামনা
সুড়ুৎ করে হড়কে গেল।



হিড়হিড় করে একটা সভ্যতা রথ চাড়াই এগোচ্ছে
কানমলা খাচ্ছে কর্ণ : গোপনে আটকে থাকছে
রথ আর কাদার কেমিস্ট্রি - র'য়ের ফাইলে।
গ্যাঁটগ্যাঁট করে ডাউনলোড হচ্ছে পেচ্ছাপ।


জ্বলছে : লজ্জাবতীর পিলসুজ।
কাঁপছে : ব্যাটন হাতে অ্যাথলিট।



ফেরি করো : ১লা বিকেল
এবং স্বপ্নহীনতা।
আমার কাছে খদ্দের আছে।
ওরা নগদ দিয়ে শূন্যতা কেনে।



ডিম্পলের গর্তে পিম্পল আঁকি।
সুন্দর ঠেসে কুৎসিত করাই খিদে।
আমার এ অপূর্ব হাত ধরতে পারতো ফুল।
অথচ পাতাবাহার ছুঁয়েই থেমে গেল উইসেন বোল্ট।

2 comments:

  1. একদম প্রথম থেকে পিকআপ।খুব সুন্দর।আরো এগিয়ে যা

    ReplyDelete