বাক্‌ ১১১ : নীলাব্জ চক্রবর্তী




স্তব্ধতা

ঘাম দিয়ে
একটা সকাল            ছেড়ে যাচ্ছে আমায়
দাগ কাটা দাগ কাটা
এসব স্তব্ধতা
আসলে অতোটা ফোটোজেনিক নয় এখন আর
অথচ হাতের ধাক্কায়
বারবার
যে একটা দুটো শব্দ
পড়ে যায়
রঙ উঠে যাওয়া দিনের বাইরে
আরও একটা দিন


জ্বরলিপি

রোদ্দুরের গায়ে কাঠ এসে পড়ছে
কীভাবে যে বাসি হয়ে যাচ্ছে ভেজা আঙুল
বাবা পর্যন্ত
কয়েকটা বইয়ের তাক
স্পেস একটা সমস্যা তাহলে
শহর নামের একটা রঙ
জাদুকর ফিরে যাচ্ছেন
ব্লেডের মতো দেখতে কিছু একটা
নরম সময়ের ফাঁকে ফাঁকে
ক্ল্যাপস্টিক
এইসব দৃশ্যের ভেতর আর বাইরে
এইসব আবেগের বাইরে আর ভেতরে
মনে যা যা শরীর হয়
এই যে জ্বরলিপি
তামাটে বাক্সের দিকে যখন-তখন গড়িয়ে যায়...


                                                                                    (চিত্রঋণ : Pedro Ruiz)

3 comments:

  1. এমন লেখা পড়ার পরে আমি চুপ হয়ে যাই

    ReplyDelete
  2. ha...... valo @avishek ghosh.......

    ReplyDelete
  3. জ্বরলিপি ... লা জবাব ... বইমেলাইয় দেখা হবে কিন্তু ... প্রিয় কবি

    ReplyDelete